বাজেটে বিড়ি শিল্পের উপর বৈষম্যমূলক ট্যাক্স বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন

- আপডেট সময় : ০৯:২৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০
- / ১৫৮১ বার পড়া হয়েছে
২০২০-২১ অর্থবছরের বাজেটে বিড়ি শিল্পের উপর বৈষম্যমূলক ট্যাক্স বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে রাজধানী ঢাকাসহ দেশব্যাপী মানববন্ধন করেছে বিড়ি শ্রমিকরা। সকালে, জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি এম কে বাঙালি ও সাধারণ সম্পাদক আব্দুর রহমানসহ অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রস্তাবিত বাজেটে সিগারেটের চেয়ে বিড়িতে প্যাকেট-প্রতি ২ টাকা বেশি এবং শতকরা ২৩ দশমিক ১৬ শতাংশ বেশি ট্যাক্স বাড়ানো হয়েছে। এটিকে বিড়ি শিল্পের জন্য চরম বৈষম্যমূলক বলে অভিযোগ করেন তারা। এ সময় বিড়ির উপর ট্যাক্স কমানো, শ্রমিকদের মজুরী বৃদ্ধি, বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে বিড়িশিল্প বন্ধ না করাসহ বিভিন্ন দাবি জানান বক্তারা। জাতীয় প্রেসক্লাব ছাড়াও, একই দাবিতে রংপুর, পাবনা, কুষ্টিয়া, যশোর, কুমিল্লা, ময়মনসিংহ, টাঙ্গাইল ও বরিশালসহ ৩০টিরও বেশি জায়গায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়।