করোনা উপসর্গে খুলনায় দুই নারীসহ ময়মনসিংহ ও ফেনীতে ৪ জনের মৃত্যু

- আপডেট সময় : ০১:১১:১৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
করোনা উপসর্গে খুলনায় দুই নারীসহ ময়মনসিংহ ও ফেনীতে ৪ জনের মৃত্যু হয়েছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে দুই নারী মারা গেছেন। তারা দু’জনই দীর্ঘদিন ধরে জ্বর শ্বাসকষ্টে ভুগছিলেন।মৃতরা হলেন খুলনার খালিশপুর এলাকার আঃ রব মোল্লার স্ত্রী রোকেয়া ও যশোর বেনাপোল মোসারফ এর স্ত্রী শাহারান ।
ময়মনসিংহের ফুলপুরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে সাদিকুর রহমান নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গেলো রাত ১১ টার দিকে ময়মনসিংহের এস.কে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর খবর নিশ্চিত করে সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম জানান, করোনার উপসর্গসহ শুক্রবার সকালে সাদিকুর রহমানকে এস.কে হাসপাতালে ভর্তি করা হয়। রাতে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এদিকে, ফেনী জেনারেল হাসপাতালের আইসোলেশনে থাকা অবস্থায় জ্বর,সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে ৫৭ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইকবাল হাসেন।