ময়মনসিংহের ভালুকায় অভিযান চালিয়ে জেএমবি’র তিন সদস্য গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ভালুকায় অভিযান চালিয়ে জেএমবি’র তিন সদস্যকে গ্রেফতার করেছে রেব-১৪। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ উগ্রবাদী বই, বোমা তৈরির সরঞ্জাম ও লিফলেট উদ্ধার করা হয়েছে বলে জানায় র্যাব।
আটককৃতরা হলো- মঞ্জুরুল ইসলাম, রুহুল আমিন তালুকদার তৌফিক ও আশরাফ খান। রেব-১৪ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জেলার ভালুকা উপজেলার নলুয়াকুড়ি এলাকায় স্থানীয় আমছার আলী মন্ডলের বাড়ির পাশে পরিত্যক্ত একটি টিনসেড ঘরে নিষিদ্ধ ঘোষিত জেএমবি’র কিছু সদস্য নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছে বলে খবর পায় রেব। ওই গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে রেব ১৪-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইফতেখার উদ্দিনের নির্দেশে একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।



















