বেশ কিছু পরিবর্তন আসছে করোনা পরবর্তী আন্তর্জাতিক ক্রিকেটে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
বেশ কিছু পরিবর্তন আসছে করোনা পরবর্তী আন্তর্জাতিক ক্রিকেটে। যার চূড়ান্ত অনুমোদন দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
বলের শাইনিং বাড়াতে লালা ব্যবহারে আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কেউ দুই বারের বেশি লালা ব্যবহার করলে, দলীয় সংগ্রহ থেকে কাটা হবে ৫ রান। টেস্ট ম্যাচ চলাকালীন সময়ে করোনা উপসর্গ দেখা দিলে, বিকল্প ক্রিকেটার নামানো যাবে। ম্যাচ রেফারি দিবেন সে অনুমোদন। এছাড়া নিরপেক্ষ আম্পায়ারের পরিবর্তে স্বাগতিক দেশের আম্পায়ারদের দিয়ে টেস্ট ম্যাচ পরিচালনার অনুমতি দিয়েছে আইসিসি। আর ওয়ানডের মতো টেস্টের জার্সিতেও ব্যবহার করা যাবে বড় লোগো। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব পরিবর্তন চূড়ান্ত করার কথা জানিয়েছে আইসিসি।




















