নড়াইলের লোহাগড়ায় প্রতিপক্ষের হামলায় দু’জন নিহত ও ১০জন আহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৩:৫০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০
- / ১৭১৬ বার পড়া হয়েছে
নড়াইলের লোহাগড়া উপজেলার গন্ডবগ্রামে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুজন নিহত ও ১০জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নড়াইল জেলা পরিষদের সদস্য গন্ডবগ্রামের সুলতানুজ্জামান বিপ্লব গ্রুপের সাথে একই গ্রামের মিরাজ মোল্যা গ্রুপের মধ্যে দির্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিলো। দুপুরে প্রথম দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর বেলা ২টার দিকে বিপ্লব গ্রুপের লোকজন জোটবদ্ধ হয়ে মিরাজ মোল্যার লোকজনের ওপর ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে অন্তত ১০জন আহত হয়। আহতদের নড়াইল সদর হাসপাতালে আনা হলে মোক্তার মোল্যা ও তার বড় ভাইয়ের ছেলে হাবিল মোল্যাকে মৃত ঘোষণা করেন।