নেত্রকোনায় নিজ ঘরে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু

- আপডেট সময় : ০২:০০:৪১ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
নেত্রকোনায় নিজ ঘরে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এছাড়া কুড়িগ্রামে নিখোঁজ মাঝির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সকালে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের দরিজাগি গ্রাম থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হচ্ছেন, দরিজাগি গ্রামের কৃষক উজ্জ্বল মিয়া এবং তার স্ত্রী সুরাইয়া আক্তার। স্থানীয়রা জানান, সকালে ঘরের দরজা খুলতে না দেখে নিহতের মা তাদের ডাকতে থাকেন। তখন সন্দেহ হলে দরজা ভেঙে ভেতরে ঢুকে উজ্জ্বল মিয়াকে ঘরের আড়ায় ফাঁসিতে ঝুলতে দেখা যায়। এছাড়া তার স্ত্রীর গলায় গামছা পেঁচানো অবস্থায় বিছানায় পড়া ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এদিকে, কুড়িগ্রামের চিলমারী পুরাতন বাজার মাঝিপাড়া এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে নিখোঁজের দু’দিন পর সকালে নৌকার মাঝি মফিজুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বাড়ী কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের শিবেরপাতি চরে। শুক্রবার বিকেলে রৌমারী নৌঘাট থেকে শ্যালো ইঞ্জিন চালিত নৌকায় সদর উপজেলার যাত্রাপুর ঘাটে আসার পথে উলিপুরের পালের ঘাটে আসলে নৌকার পাশেই বজ্রপাতের ঘটনা ঘটে। এসময় সে আতংকগ্রস্ত হয়ে নৌকা থেকে ছিটকে পানিতে পড়ে যায়।