করোনা দুর্যোগে দাফন কার্যক্রম চালাচ্ছে কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা

- আপডেট সময় : ১১:২৩:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
করোনার এই দুর্যোগে সফলভাবে দাফন কার্যক্রম চালাচ্ছে কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা। বর্তমানে প্রতিদিন গড়ে ১৫ থেকে ১৬টি করোনা রোগীর লাশ দাফন করছেন তারা। প্রতিদিনই বাড়ছে এই লাশ দাফনের সংখ্যা।
কোয়ান্টাম দাফন কার্যক্রমের সমন্বয়ক ছালেহ আহমেদ জানান, গত ৭ এপ্রিল থেকে শুরু হওয়া এই দাফন কার্যক্রমের আওতায় এরই মধ্যে সারাদেশে ৫ শতাধিক করোনা রোগীর মৃতদেহ জানাজাসহ দাফন ও সৎকার করেছে তারা। এর মধ্যে ঢাকায় সাড়ে ৩শ’ এবং বাকিরা রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, বগুড়া, রংপুর, যশোরসহ দেশের বিভিন্ন জেলায়। রাজধানীর বাইরে সারাদেশকে ১৮টি জোনে ভাগ করে কোয়ান্টামের এই দাফন কার্যক্রম চলছে। শুধু মুসলিমই নয়; সনাতন ধর্মাবলম্বীদের জন্যেও রয়েছে তাদের বিশেষ দল। এছাড়া মহিলাদের দাফনে সহযোগিতা করছে ১২ জনের একটি মহিলা দল। ধর্মীয় বিধান মেনে স্বাস্থ্য মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের প্রশিক্ষণ অনুযায়ী দাফন বা সৎকারের কাজ করে যাচ্ছে তারা। দাফন প্রক্রিয়ায় প্রায় ৩০ রকমের উপকরণ ব্যবহার করছে কোয়ান্টাম।