কুড়িগ্রামে তলিয়ে গেছে চরাঞ্চলের উঠতি বোরো ধান
- আপডেট সময় : ০৬:৪৩:৩২ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০
- / ১৬৪৫ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে পাহাড়ি ঢল ও বৃষ্টিতে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে চরাঞ্চলের উঠতি বোরো ধান। প্রায় দুই’শ হেক্টর জমির আধা-পাকা ধান পানিতে তলিয়ে থাকায় তা ঘরে তুলতে পারছেন না কৃষকরা। দ্রুত পানি নেমে না গেলে তলিয়ে থাকা এসব ধান সম্পুর্ণরুপে নষ্ট হওয়ার আশংকা করছেন তারা। অধিকাংশ কৃষকরা ব্যাংক থেকে টাকা নিয়ে ধান আবাদ করায় লোন পরিশোধ করতেও হিমশিম খাচ্ছেন।
কুড়িগ্রাম জেলায় ব্রহ্মপুত্র ও দুধকুমর নদের অববাহিকার প্রায় দুই শতাধিক চরে বোরো ধান আবাদ করেছে স্থানীয় কৃষকরা। এসব এলাকায় দেরীতে ২৯ জাতের ধান চাষ করায় তা এখনও ঘরে তুলতে পারেনি বেশিরভাগ কৃষক। এবার, আগাম বর্ষা মৌসুম শুরু হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
কুড়িগ্রাম সদর, নাগেশ্বরী, রৌমারী, রাজিবপুর, উলিপুর ও চিলমারী উপজেলার চরাঞ্চলসহ নিম্নাঞ্চলগুলোতে বোরো ধানের বেশিরভাগই ডুবে আছে।এ অবস্থায় পানির নিচ থেকে ধান তোলার চেষ্টা করছে কৃষক।
ধার-দেনার মাধ্যমে আবাদ করা এ ধান দিয়েই কৃষকদের সারাবছর চলে যায়। কিন্তু এবার প্রকৃতির এই বৈরী আচরনে অর্ধেক ধানও ঘরে তুলতে পারবে না তারা।
দ্রুত পানি নেমে না গেলে অপুরনীয় ক্ষতির শিকার হবে চরাঞ্চলের কৃষক।
চরাঞ্চলের ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষতি পুষিয়ে দেয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় এই সংসদ সদস্য।
দেশে চলমান করোনা পরিস্থিতিতে চরাঞ্চলে বোরো চাষীদের এ ক্ষতি পুষিয়ে নিতে সরকারের সহযোগিতা কামনা করছে স্থানীয় চাষীরা।






















