ঠাকুরগাঁওয়ে করোনা সংকটে ত্রাণ বিতরণ অব্যাহত সেনাবাহিনীর

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ে করোনা সংকটে অসহায় ও দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে সেনাবাহিনী। সকালে সদর উপজেলার বলাকা উদ্যানসহ কয়েক জায়গায় প্রায় ১শ’ দরিদ্র মানুষের মাঝে চাল, ডাল, আটা, লবণ, তেল, সুজি, বিস্কুটসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ঠাকুরগাঁও ইউনিটের ক্যাপ্টেন কাওসার জানান, এ পর্যন্ত ঠাকুরগাঁওয়ে মাদ্রাসার এতিম,মুক্তিযোদ্ধা,আদিবাসীসহ সহস্রাধিক পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে। এছাড়াও পিপিই, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, নগদ টাকা বিরতণ করা হয়েছে।