ফেনীতে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
ফেনীতে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। গেলরাতে ফেনী সদর হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন। মারা যাবার পর তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছে স্বাস্থ্য বিভাগ। ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইকবাল হোসেন ভূঁইয়া জানান, তাকে বিশেষ ব্যবস্থায় জানাযাশেষে দাফনের জন্য পরিবারকে পরামর্শ দেয়া হয়েছে।




















