গাজীপুর ও মানিকগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
গাজীপুর ও মানিকগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে।
গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল হাসপাতালের পরিচালক ডাক্তার খলিলুর রহমান জানান, গেল রাতে হাসপাতালে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ৬০ বছরের এক ব্যক্তি মারা গেছেন। তার বাড়ি গাজীপুরের কোনাবাড়ি এলাকায়।
এদিকে, মানিকগঞ্জের সিংগাইরে হোম আইসোলেশনে থাকা ইউনূছ আলী নামে এক করোনা রোগীর মৃত্যু হয়েছে। ভোরে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সেকেন্দার আলী জানান, গত ২২ মে ইউনূছ আলীর করোনা শনাক্ত হয়। এরপর থেকে তিনি বাড়িতেই আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন। তার হৃদরোগও ছিল বলে জানান স্বাস্থ্য কর্মকর্তা।