গণপরিবহন চলাচলের প্রথম দিনে দেখা মেলেনি রাজধানীর পুরনো চেহারা

- আপডেট সময় : ০৭:৩৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২০
- / ১৬১৪ বার পড়া হয়েছে
গণপরিবহন চলাচলের প্রথম দিনে দেখা মেলেনি রাজধানীর পুরনো চেহারা। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে দীর্ঘ ৬৭ দিন পর নগরীর সড়কে নেমেছে গণপরিবহন। শারীরিক দূরত্ব কিছুটা থাকলেও, বাসের ভেতর মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। অনেকেই মাস্ক ব্যবহার করছেন না। তবে, ভাড়া বেশি হলেও যাত্রীদের তেমন আপত্তি নেই।
দীর্ঘদিন পর রাজধানীর সড়কে গণপরিবহন নামলেও দেখা যায়নি কোনো শৃঙ্খলা। প্রথম দিনে গণপরিবহনে শারীরিক দূরত্ব বজায় রেখে যাত্রী তুলতে দেখা গেছে। তবে, গাড়ির ভেতর অনেক যাত্রীরই মাস্ক ও হ্যান্ড গ্লাভস নেই। স্বাস্থ্যবিধি না মেনেই গাড়িতে উঠছে যাত্রীরা।
কোনো কোনো জায়গায় শারীরিক দূরত্ব নিশ্চিত করেই বাসে উঠতে দেখা গেছে। যাত্রী ও চালকদের স্বাস্থ্য বিধি মেনে চলছে তারা।তবে, সংখ্যায় খুবই কম।
যাত্রীদের সুরক্ষায় স্বাস্থ্যবিধি মেনে বাসে চালাচল করতে ভাড়া বেশি হলেও সন্তোষ প্রকাশ করেন সাধারণ যাত্রীরা।