কাশিমপুরে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৪৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২০
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
গাজীপুরের কাশিমপুর এলাকায় র্যাবের সাথে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।
রেব জানায়, গেল রাতে গাজীপুরের কাশিমপুর বারান্দা এলাকায় র্যাবের টহল চেকপোস্টের তল্লাশির সময় একটি ট্রাক সিগন্যাল অমান্য করে পালিয়ে যাওয়ার সময় র্যাবের ওপর গুলি বর্ষণ করে এ সময় যাবও পাল্টা গুলি চালায়। এসময় গোলাগুলিতে মাদক ব্যবসায়ী নুরুল হক নিহত হয়। এ সময় ঘটনাস্থল থেকে পাঁচ রাউন্ড গুলি একটি পিস্তল, ১লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় একটি ট্রাক জব্দ করা হয়। নিহত মাদক ব্যবসায়ী বাড়ি কক্সবাজারের উখিয়া এলাকায়। লাশটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।