যশোরে র্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৮:৫২ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
যশোরের মণিরামপুর উপজেলার রামপুরে রেবের সাথে কথিত বন্দুকযুদ্ধে রুবেল হোসেন শাওন নামে একজন নিহত হয়েছে।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, রেবের একটি টিম মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নে টহলে ছিল। রাতে তারা রামপুর গ্রামে মাদক কেনাবেচার খবরে অভিযান চালালে মাদক ব্যবসায়ীরা রেব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় রেবও পাল্টা গুলি ছুড়লে একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পিছু হটে। পরে ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।