এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ

- আপডেট সময় : ১২:১০:১৯ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ফল ঘোষণা করেন। এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘ডিজিটাল বাংলাদেশে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতেই ফল প্রকাশ করা হচ্ছে। যেসব শিক্ষার্থী পাস করেছে তাদের ও তাদের পরিবারকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান তিনি।
এ সময় সচিবালয় থেকে শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও শিক্ষাবোর্ডগুলোর প্রধানরা ভার্চুয়ালি সংযুক্ত হন। প্রধানমন্ত্রী বলেন, সরকারের নেয়া পর্যাপ্ত উদ্যোগের কারণে শিক্ষা খাতে সাফল্য এসেছে। সকলের জন্য সমান শিক্ষার সুযোগ সৃষ্টিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। চলমান বৈশ্বিক মহামারি সম্পর্কে সরকার প্রধান বলেন, স্বাস্থ্যবিধি সবাইকে মেনে চলতে হবে। অর্থনীতি ধ্বংস করে দেশ চলতে পারে না। আর তাই নিজেকে, পরিবারকে ও দেশকে সুরক্ষিত রেখেই সব কাজ করতে হবে। শুধু নিজেকেই নয়, দেশ ও জনগণকে ভালো রাখার ব্রত নিয়ে শিক্ষার্থীদেরকে প্রস্তুত করার আহ্বান জানান তিনি। এই শিক্ষার্থীদেরই দেশের ভবিষ্যত উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ভবিষ্যৎ সুরক্ষিত করতে চাই বলেই, এখনই শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হচ্ছে না। ছুটির এই সময়টা কাজে লাগাতে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।