একে তো করোনা দুর্যোগ, তার ওপর মশার যন্ত্রণায় অতিষ্ঠ নীলফামারীবাসী

- আপডেট সময় : ০২:৫৮:১১ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০
- / ১৫৫১ বার পড়া হয়েছে
একে তো করোনা দুর্যোগ, তার ওপর মশার যন্ত্রণায় অতিষ্ঠ নীলফামারীবাসী। নিয়মিত পরিস্কার না করায় নর্দমা আর অপরিচ্ছন্ন ড্রেনেজে পানি জমে বাড়ছে মশার উপদ্রব। সচেতন মহল বলছেন, এখনি পৌর কর্তৃপক্ষ পদক্ষেপ না নিলে বাড়তে পারে ডেঙ্গুসহ মশাবাহিত নানা রোগ। সিভিল সার্জন জানান, করোনার পাশাপাশি ডেঙ্গুর প্রকোপ হলে পরিস্থিতি মোকাবিলা করা কঠিন হবে। তবে পৌর মেয়রের দাবি, মশা নিধনের নেয়া হয়েছে নানা উগ্যোগ।
দিন কি রাত মশার যন্ত্রণায় নাকাল নীলফামারীবাসী। রাস্তার পাশে পরে থাকা নর্দমা, ড্রেনের উন্মুক্ত নোংরা পানি আর শহরের বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে মশার বংশবিস্তার হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, মশার উৎপাত বাড়লেও পৌর কর্তৃপক্ষের নেই চোখে পড়ার মতো কোনো পদক্ষেপ। স্বাস্থ্য বিভাগই বলছে, করোনার পাশাপাশি ডেঙ্গুর প্রকোপ বাড়লে পরিস্থিতি কঠিন আকার ধারণ করবে।
নাগরিক সমাজের প্রতিনিধি বলছেন, এখনই পৌর কর্তৃপক্ষ কার্যকরী পদক্ষেপ না নিলে, বাড়বে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ। মশা নিধনে নানা পদক্ষেপের কথা জানালেন পৌর মেয়র। ডেঙ্গুর থেকে নীলফামারীবাসীকে রক্ষায় দ্রুতই পৌর কর্তৃপক্ষ ও স্বাস্থ্য বিভাগ সমন্বিত পদক্ষেপ নেবে-এমনটা প্রত্যাশা সবার।