ময়মনসিংহের ত্রিশালে জমি সংক্রান্ত বিরোধে ছেলের হাতে বাবা খুন
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৫:৫০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০
- / ১৭৪৮ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ত্রিশালে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছেলের হাতে বাবা খুন হয়েছেন।
সকালে উপজেলার আমিরাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলাম জানান, উপজেলার আমিরাবাড়ী এলাকার আইয়ুব আলী বড় ছেলেকে বেশী পরিমাণ জমি লিখে দেয়ায় ছোট ছেলে এনামুলের সাথে বিরোধ চলে আসছিলো। এরই জেরে সকালে বাড়ীতে কথা কাটাকাটির এক পর্যায়ে এনামুল তার বাবাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে খুন করে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

 
																			 
																		






















