মদ খেয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোহেল রানা ও মনুসহ আরও ৩ জনের মৃত্যু
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০১:৫০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০
- / ১৬২২ বার পড়া হয়েছে
দিনাজপুরের বিরামপুরে চোলাই মদ খেয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোহেল রানা ও মনুসহ আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলায়মান মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন। দিনাজপুর মেডিক্যাল কলেজ ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোহেল ও মনুসহ আরো ৩ জনের মৃত্যু হয়। এরা সবাই মাহমুদপুর এলাকার বাসিন্দা। গেল বুধবার রাতে বিরামপুর উপজেলার মাহমুদপুরে চোলাই মদ পানের ওই ঘটনা ঘটে। পরে অসুস্থদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর ও রংপুর নেয়ার পথে ৬ জনের মৃত্যু হয়। ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ জনে।

 
																			 
																		






















