মৌলভীবাজারে ৪ মাদক চোরাকারবারীকে জেল-জরিমানা
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ১২:৩২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০
- / ১৯১১ বার পড়া হয়েছে
মৌলভীবাজারে ৪ মাদক চোরাকারবারীকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা বুধবার সন্ধ্যায় শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদক চোরাকারবারীকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক ৪ জনকে ১৫ দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরিফুল ইসলাম। আটকৃতরা হলো- জিতু মিয়া, দুলাল, খলিল গাজী ও সাবাজ মিয়া।

 
																			 
																		























