ভিন্ন রকমের ঈদ পার করলো চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলো

- আপডেট সময় : ০১:৫০:২৮ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২০
- / ১৫৬১ বার পড়া হয়েছে
ভিন্ন রকমের ঈদ পার করলো চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলো। প্রতি ঈদ মৌসুমে বিপুল দর্শনার্থীর আনাগোনার পাশাপাশি কনসার্টসহ নানা আয়োজন থাকলেও এবার ছিল না কিছুই। এমনকি বিনোদন কেন্দ্রই ছিলো বন্ধ। সমুদ্র সৈকতসহ উন্মুক্ত স্থানগুলোতে জনসমাগম ঠেকাতে প্রশাসনের তৎপরতা ছিলো চোখে পড়ার মতো। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সরকারি নির্দেশে প্রথমবারের মতো বন্ধ রাখা হয় চট্টগ্রামের সব বিনোদন কেন্দ্র।
প্রতিবার ঈদের ছুটিতে ৭০ থেকে ৮০ হাজার দর্শনার্থীর সমাগম ঘটে দেশের একমাত্র লাভজনক চট্টগ্রাম চিড়িয়াখানায়। দর্শনার্থীর টিকিট থেকে বছরে ৩ কোটি টাকা আয়ের মধ্যে ৩৫ লাখই আসে ঈদকে কেন্দ্র করে। কিন্তু এবার এই চিড়িয়াখানার দরজা ছিলো বন্ধ। এমন নির্জন পরিবেশে মন ভালো নেই পশু-পাখিদেরও। বন্দর নগরীর অভিযাত বিনোদন কেন্দ্র ফয়েস লেকের চিত্র এটি। প্রকৃতিকে শাসন করে গড়ে তোলা ভিন্নধর্মী বিনোদন স্পটটি অন্য সময় লোকে ঠাসা থাকলেও, এবারই বিরাজ করছে সুনশান নিরবতা। জনমানবশুন্য ঈদ কাটিয়ে মন ভালো নেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের।
সবচেয়ে জনপ্রিয় উন্মুক্ত বিনোদন কেন্দ্র পতেঙ্গা সমুদ্র সৈকতেও সাধারণ মানুষের প্রবেশাধিকার ছিলো না এবারের ঈদে। এর বাইরে বাশবাড়িয়া সমুদ্র সৈকত, পারকি সমুদ্র সৈকত, আগ্রাবাদ জাম্বুরি পার্ক, স্বাধীনতা কমপ্লেক্সসহ নগরীর সবকটি বিনোদন কেন্দ্রই বন্ধ রয়েছে দু’মাস ধরে।করোনার প্রাদুর্ভাব ঠেকাতে ঘরবন্দি হয়ে এমন সাদা মাঠা ঈদ কাটালো চট্টগ্রামবাসী। ঈদুল আযহার আগেই বিদায় নেবে মহামারি ঈদের আনন্দে আবার মেতে উঠবে বিনোদন কেন্দ্রগুলো এমনটায় প্রত্যাশা নগরবাসীর।