নোয়াখালী ও গোপালগঞ্জে দু’জনের মরদেহ উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০৬:১০ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২০
- / ১৫৬০ বার পড়া হয়েছে
নোয়াখালী ও গোপালগঞ্জে এক ব্যবসায়ীসহ দু’জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নোয়াখালী হাতিয়ায় উপজেলা সোনাদিয়ায় সকালে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের হিল্টন রোড়ের সাথে মাইনুদ্দিন মাঝির বাড়ির সামনে থেকে মো. ফরিদ নামে এক ব্যাবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে।মো: ফরিদ ইউনিয়নের মো. হুমায়ুনের ছেলে।হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের ঘটনার জানান, আমরা বিষয়টি শুনে সেখানে পুলিশ পাঠিয়েছি।
এদিকে, গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিখোঁজের প্রায় তিন মাস পর মাটির নিচ থেকে কমলেশ বাড়ৈ নামে এক কাঠমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।এ ঘটনায় ওই কাঠমিস্ত্রীর স্ত্রী ও ৫জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার তালপুকুরিয়া গ্রামের একটি মাছের ঘের পাড় থেকে মাটিচাপা দেয়া অবস্থায় পুলিশ মরদেহটি উদ্ধার করে।