মহামারি করোনা ঈদের আনন্দ বা খুশির সব চিত্রই পাল্টে দিয়েছে

- আপডেট সময় : ০৩:৫৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
মহামারি করোনা ঈদের আনন্দ বা খুশির সব চিত্রই পাল্টে দিয়েছে। এবার ঈদে চট্টগ্রামের ত্রিশটি বস্তিতে বসবাসরত প্রায় লক্ষাধিক ছিন্নমুল কর্মহীন মানুষের মাঝে ছিল না তেমন কোন ঈদ আয়োজন। সাধ্যমত ভাল খাবার, শিশুদের জন্য নতুন পোশাক কিম্বা আর্থিক সহযোগিতর কোনটিই তাদের ভাগ্যে জোটেনি। অসহায় এসব বস্তিবাসী পরিবারগুলোর মনকষ্ট এবং দুঃখ-দুর্দশায় তাদের ঈদ আনন্দ ম্লান হয়ে গেছে।
চট্টগ্রামের ঝাউতলা বস্তির বাসিন্দা হারুণ মিয়া। সড়ক দুর্ঘটনায় এক পা হারানোর পরও দমে যাননি তিনি। এক পায়ে অটো চালিয়ে ৭ সদস্যের পরিবারে আহার যোগাতেন তিনি। কিন্তু করোনার কারণে অটো বন্ধ। তাই ঈদ এসেছে তার ঘরে কষ্টের অনুসঙ্গ হয়ে।
একই বস্তির বৃদ্ধা জাহানারা বেগম। অন্যের বাড়ি কাজ করে প্যারালাইজড স্বামীসহ পরিবারের দায়িত্ব নিয়েছিলেন। ঈদে স্বামীর জন্য নতুন লুঙ্গী কিনলেও নিজের জন্য জোটেনি কিছইু।
বস্তির হাজারো পরিবারে ঈদ এসেছে কষ্টের সারথি হয়ে।
ঈদের দিনেও পাওয়া, না পাওয়ার হিসেব আর ত্রাণ বিতরণে অব্যবস্থাপনার অভিযোগ অনেকের মুখে।
ঈদুল ফিতরের মতই আগামীতে ঈদুল আজহাও আসবে এরই মাঝে মহামারি বিদায় নেবে এমনই প্রত্যাশা করোনায় কর্মহীন মানুষগুলোর।