আম্পান মোকাবেলায় সাতক্ষীরায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা হয়েছে
- আপডেট সময় : ০১:১০:০১ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
আম্পান মোকাবেলায় সাতক্ষীরায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা হয়েছে। ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায় এ জরুরী সভা করা হয়।
সভায় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল জানান, উপকুলের বেড়িবাঁধের মধ্যে ৩৭টি পয়েন্ট ঝুকিপূর্ন রয়েছে। এগুলো সার্বক্ষণিক তদারকির জন্য পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া ১৪৭টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। সেখানে কাল বিকেলের মধ্যেই ঝুকিপূর্ন এলাকার বাসিন্দাদের নেয়ার জন্য স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের নির্দেশনা প্রদান করা হয়েছে। এছাড়া উপদ্রুত এলাকায় ১ হাজার ৭৯৬টি শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা হয়েছে। সেগুলোকে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে। সভায় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহম্মেদ রবি, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মোস্তফা লুৎফুল্লাহ, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানসহ শীর্ষস্থানীয় বিভিন্ন সরকারি এবং বেসরকারি কর্মকর্তাবৃন্দ।























