১২ জেলায় মোট ১৭৬ জনের করোনা শনাক্ত

- আপডেট সময় : ১২:৫২:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
গেল ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরো ৯১ জন, ময়মনসিংহে ৩৫, সাতক্ষীরায় ২৪, পিরোজপুরে ৪, দিনাজপুরে ২ এবং পাবনায় ১ জনসহ ১২ জেলায় মোট ১৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রামে আরো ৯১ জন রোগীর করোনা ভাইরাস শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। আক্রান্তদের মধ্যে ৩ জন দ্বিতীয় বারের মতো আক্রান্ত হয়েছেন। তারা সবাই চট্টগ্রামসহ আশপাশের জেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন হাজারের কাছাকাছি। তাদের মধ্যে ৩৬ জনের মৃত্যু হয়েছে।
ময়মনসিংহে ৩ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরো ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৩ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীসহ ২২ জন, ভালুকার ৪ জন, সদর, ঈশ্বরগঞ্জ ও ফুলবাড়ীয়া উপজেলার ৬ জন এবং মুক্তাগাছা, গৌরীপুর ও তারাকান্দা উপজেলার ৩ রোগী রয়েছেন।
সাতক্ষীরায় চার নারী ও দুই শিশুসহ একদিনে সর্বোচ্চ ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। খুলনা পিসিআর ল্যাব থেকে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে এ তথ্য দেয়া হয়।
পিরোজপুরে আরও ৪ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এদের মধ্যে মঠবাড়িয়ার ২ জন ও ভান্ডারিয়ার ২ জন। নতুন ৪ রোগীসহ জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এখন ৩৮ জন।
চুয়াডাঙ্গায় নতুন করে এক স্বেচ্ছাসেবীসহ ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরা সবাই আলমডাঙ্গা উপজেলার বাসিন্দা।
গেলো ২৪ ঘন্টায় মৌলভীবাজারে এক স্বাস্থ্যকর্মী ও চা-শ্রমিকসহ আরো ৪ জনে করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে বড়লেখা হাসপাতালের এক ওয়ার্ড বয় ছাড়াও জুড়ী উপজেলার দু’জন ও মৌলভীবাজার সদরের ১ জন রয়েছে।
গোপালগঞ্জে নতুন করে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মুকসুদপুর উপজেলার দু’জন ও কোটালীপাড়া উপজেলার দু’জন। আক্রান্তরা সম্প্রতি ঢাকা থেকে গোপালগঞ্জে আসেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৫ জনে।
নেত্রকোনায় আরো চারজনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ১১৭ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ জন।
দিনাজপুরে আরো ২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে বিরল উপজেলার ১ জন ও কাহারোল উপজেলার ১জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা এখন ৮৮ জন।
হবিগঞ্জে নতুন করে আরো ২ জনের করোনা ভাইরাস পজিটিভ এসেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৩১ জন। আর সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ৩৯ জন।
গেল ২৪ ঘন্টায় পাবনায় আরো একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার বাড়ি পাবনার বেড়া উপজেলার বাজপাড়া গ্রামে। এ নিয়ে পাবনায় মোট ১৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলো।
মাদারীপুরে করোনা আক্রান্ত ইমামের সংস্পর্শে আসা আরো ১ জনসহ রাজৈর উপজেলার একই গ্রামে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৮ জনে।