মাদারীপুরে সামাজিক দূরত্ব না মানায় ১৩ দোকানীকে ৪২ হাজার টাকা জরিমানা

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৯:২৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
মাদারীপুরের পাচ্চর বাজারে সামাজিক দূরত্ব না মানায় ১৩ দোকানীকে ৪২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
উপজেলা ভূমি সহকারী কমিশনার এম রকিবুল হাসানের নেতৃত্বে পাচ্চর বাজারের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। এ সময় নির্ধারিত ক্রেতার চেয়ে অনেক বেশি ক্রেতা দোকানে প্রবেশ করিয়ে সামাজিক দূরত্ব রক্ষার নির্দেশ উপেক্ষা করায় গার্মেন্টস ও জুতার দোকানসহ বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়। এছাড়া ঈদ-বাজারে কেনাকাটার সময় মাস্কছাড়া শিশুদের নিয়ে আসার প্রবণতা দেখে অভিভাবকদের হুশিয়ার করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। করোনা ভাইরাসের কারণে দেশের প্রথম কনটেইনমেন্ট ও লকডাউন ঘোষিত শিবচরে সংক্রমণ ইদানীং কমে আসায় উপজেলার বাজারগুলোর নিত্যপ্রয়োজনীয় দোকান এবং পোশাকসহ অন্যান্য দোকান ১০টা থেকে ৪টা পর্যন্ত খোলা রাখা হচ্ছে।