ঝালকাঠি, সাতক্ষীরা ও পটুয়াখালীর কলাপাড়ায় করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

- আপডেট সময় : ০২:২৫:৪০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
ঝালকাঠি, সাতক্ষীরা ও পটুয়াখালীর কলাপাড়ায় করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।
ঝালকাঠির নলছিটিতে করোনা উপসর্গ নিয়ে তসলিম খান নামে নারায়ণগঞ্জ-ফেরত এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে। সকাল সাড়ে ৮টার দিকে তিনি মারা যান বলে জানিয়েছেন স্বজনরা। তসলিম খান নলছিটি উপজেলার নাঙ্গুলী গ্রামের মুনসুর আলী খানের ছেলে। এক সপ্তাহ আগে নারায়ণগঞ্জ থেকে জ্বর-সর্দিসহ করোনা উপসর্গ নিয়ে ওই যুবক বাড়িতে আসে। নলছিটি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শিউলী পারভিন জানান, স্বাস্থ্য বিভাগ শুক্রবার তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠালেও এখনো রিপোর্ট আসেনি। তসলিম খানের মৃত্যুর পর ওই এলাকার ১০টি বাড়ি লকডাউন করা হয়েছে।
করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তানজিরা খাতুন নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার চৌবাড়িয়া গ্রামের নুর ইসলামের স্ত্রী। রবিবার ভোর রাতে তার মৃত্যু হয়। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম জানান, জ্বর ও শ্বাস কষ্ট নিয়ে গত ৪ দিন আগে ওই নারী মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলশেনে ভর্তি হন। এরপর চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতে তার মৃত্যু হয়। এদিকে, এনিয়ে সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ৭ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, পটুয়াখালীর কলাপাড়ায় করোনা উপসর্গ নিয়ে ষাটোর্ধ্ব এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। গতকাল রাত সাড়ে আটটার দিকে মহিপুর থানার আলীপুরের আমখোলা পাড়ার নিজ বাড়িতে কোয়ারেয়ান্টাইনে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। সে সম্প্রতি পিরোজপুরের মঠবাড়িয়া এলাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। সেখান থেকে জ্বর শ্বাস কষ্ট নিয়ে ফিরে আসলে স্থানীয় ইউপি চেয়ারম্যান আনসার মোল্লার তত্ত্বাবধানে তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। কোয়ারেন্টাইনে থাকার দশদিনে তার মৃত্যু হয়েছে।