আজ বিকেলে ডিএসসিসি’র মেয়রের দায়িত্ব নিচ্ছেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০
- / ১৬০৬ বার পড়া হয়েছে
বিকেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন-ডিএসসিসি’র মেয়রের দায়িত্ব নিচ্ছেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। নির্বাচিত হওয়ার প্রায় সাড়ে ৩ মাস পর মেয়রের চেয়ারে বসতে যাচ্ছেন তিনি।
করোনাভাইরাস পরিস্থিতিতে কোনো অনুষ্ঠান ছাড়াই দায়িত্ব বুঝে নিচ্ছেন তাপস।তার কাছে দায়িত্ব হস্তান্তর করার কথা ছিল বিদায়ী মেয়র সাঈদ খোকনের। কিন্তু তিনি আর নগর ভবনে ফিরছেন না বলে জানা গেছে । গত ১৩ মে শেষ অফিস করেন সাঈদ খোকন। বিদায়ী মেয়র খোকন উপস্থিত না থাকলে তাপসের হাতে দায়িত্ব তুলে দেবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. ইমদাদুল হক। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্তমান মেয়াদ ১৬ মে উত্তীর্ণ হবে।নবনির্বাচিত মেয়র শেখ ফজলে নূর তাপস ১৬ মে বিকেলে দায়িত্ব গ্রহণ করবেন। তিনি আগামী কাল প্রথম কাজ শুরু করবেন।














