২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে মানিকগঞ্জ ও ঝিনাইদহে দুই জনের মৃত্যু

- আপডেট সময় : ০৭:১৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে মানিকগঞ্জ ও ঝিনাইদহে দুই জনের মৃত্যু হয়েছে।
মানিকগঞ্জে জেলা হাসপাতালে করোনা ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ৬৫ বছরের এক বৃদ্ধ মারা গেছেন। তার নমুনা সংগ্রহ করে সাভারের প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অরশ্বাদ উল্লাহ। তিনি বলেন, মঙ্গলবার জ্বর, শ্বাসকষ্ট ও উচ্চ রক্তচাপ নিয়ে ওই রোগী আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। সেখানে থাকা অবস্থায় বুধবার বিকেলে মারা যান।
করোনা উপসর্গ নিয়ে ঢাকা থেকে, ঝিনাইদহে কালীগঞ্জ উপজেলার কাশিপুর গ্রামের শ্বশুর বাড়িতে এসে শুকুর আলী নামে এক ব্যক্তি বুধবার রাতে মারা গেছেন। তার বাড়ি উপজেলার চাপরাইল ঘোপপাড়া গ্রামে। তিনি ঢাকাতে একটি মার্কেটের নৈশ প্রহরীর চাকরি করতেন।
কালীগঞ্জ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ডা. সুলতান আহমেদ জানান, করোনা উপসর্গে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে।