২০২০ সালের ‘দ্য বেস্ট’ পুরস্কার বাতিল করেছে ফিফা

- আপডেট সময় : ০১:৪৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০
- / ১৫৫২ বার পড়া হয়েছে
এবার ২০২০ সালের দ্য বেস্ট পুরস্কার বাতিল করেছে ফিফা। কোনো ক্যাটাগরিতেই দেয়া হবে না বর্ষসেরা এ পুরস্কার। করোনাভাইরাসের কারণেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
সেপ্টেম্বরে ইতালির মিলানে এবারের অনুষ্ঠান আয়োজনের কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে এ অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হয়েছে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো অবশ্য মহামারির বিবেচনায় এমন আভাস আগেই দিয়ে রেখেছিলেন। পুরস্কার বাতিল হওয়ায় বর্ষসেরা ফুটবলার হিসেবে এবার ক্রিশ্চিয়ানো রোনালদো কিংবা লিওনেল মেসি, কাউকে পাওয়া যাচ্ছে না এবার। করোনাভাইরাসের কারণে আগেই অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ স্থগিত করেছে ফিফা। আগামী ফেব্রুয়ারির আগে মাঠে গড়াচ্ছে না দুই আসরের একটাও। ফিফার আয়োজনগুলোর মধ্যে কেবল ক্লাব বিশ্বকাপই স্থগিত হয়নি এখনো। ডিসেম্বরে আবুধাবিতে হওয়ার কথা ওই আসর।