দূর্যোগে স্বাস্থ্যসেবাদানকারী প্রতিষ্ঠান সূর্য্যের হাসি ক্লিনিক বন্ধের নোটিশ

- আপডেট সময় : ০১:২৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০
- / ১৬০৮ বার পড়া হয়েছে
করোনাকালীন দূর্যোগে স্বাস্থ্যসেবাদানকারী প্রতিষ্ঠান সূর্য্যের হাসি ক্লিনিক বন্ধের নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ। এতে দেড়শ প্রতিষ্ঠানের হাজার হাজার স্বাস্থ্যকর্মী বেকার হওয়ার পাশাপাশি মানুষের স্বাস্থ্য ঝুঁকির আশংকা করা হচ্ছে। এমন সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে সকালে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসুচী করেছে শতাধিক স্বাস্থ্যকর্মী।
এসময স্বাস্থ্যকর্মীদের মাঝে বক্তব্য রাখেন, এস এম শামিউল আলম, মেজবাহুল ইসলাম,পরিতোশ চন্দ্র বর্মণরীতাইয়াছমীন, রুমা আক্তার মাজেদা বেগম। এ সময় বক্তারা অভিযোগ করেন, গাইবান্ধার সাদুল্যাপুর, সুন্দরগঞ্জ ও ফুলছড়ির তিনটি ক্লিনিকসহ সারা দেশের ১৫৯টি ক্লিনিক বন্ধ করার সিদ্ধান্ত এসময় স্বাস্থ্যকর্মীদের চরম বিপাকে ফেলার পাশাপাশি হাজার হাজার মানুষকে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত করবে। তারা অবিলম্বে এসব প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। পরে তারা জেলা প্রশাসক কাযালয়ে গিয়ে স্বারক লিপি দেন।