দেশব্যাপী কর্মহীন, দুস্থ -অসহায় মানুষের মাঝে ত্রাণ ও ইফতার বিতরণ অব্যাহত

- আপডেট সময় : ০৮:৪৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০
- / ১৫৬০ বার পড়া হয়েছে
করোনার প্রার্দুভাবে দেশব্যাপী কর্মহীন, দুস্থ -অসহায় মানুষের মাঝে ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে বিভিন্ন সংগঠন, জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসন। এছাড়া ভ্রাম্যমাণ চিকিৎসা সেবাও প্রদান করা হচ্ছে।
ময়মনসিংহে মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শেখ শাহ্ আলম মাসুমের উদ্যোগে পাঁচ শতাধিক কর্মহীন মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক হাজার ৩শো পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে সংযুক্ত আরব আমিরাত যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আব্দুল হান্নান।
করোনা ভাইরাসের কারনে কর্মহীন ১ হাজার ৫শ’ অসহায় মানুষের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সহায়তা দিয়েছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলা উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস।
প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে কুমিল্লায় চিকিৎসক ও সাংবাদিকদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী তুলে দিয়েছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ নেতা ও ঢাকা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ।
করোনা মোকাবিলায় গাইবান্ধার বোয়ালী ইউনিয়নের হরিপুর গ্রামে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে সকালে শতাধিক অসহায় ও দুস্থ্ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
ঝালকাঠিতে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে করোনায় কর্মহীন ও দরিদ্র তিন হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। সকাল ১১টায় শহরের উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয় মাঠে ভিডিও কনফান্সের মাধ্যমে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন আমির হোসেন আমু।
ঝিনাইদহে হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে কর্মহীন ৫৯০ জন ভিক্ষুকদের মাঝে ত্রাণ বিতরণ করেছে গ্রামীন ব্যাংক শেরপুর জোন।
মাদারীপুরে শিবচরে শিশুদের মাঝে শিশু খাদ্য ও নিম্ন আয়ের ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে খাবার সহায়তা বিতরন করা হয়েছে। চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর পক্ষ থেকে এ খাবার সহায়তা বিতরণ করা হয়।
করোনা মোকাবিলায় জামালপুরের তুলশীপুর এলাকার করোনার প্রভাবে কর্মহীন নিম্ন আয়ের ৩শ’ পরিবারের মানুষের মাঝে ত্রাণ বিতরন করেছে সদর আসনের সংসদ সদস্য মোজাফ্ফর হোসেন ।
করোনা ভাইরাস থেকে সচেতনতা বৃদ্ধিতে বাজারে লিফলেট বিতরন করেছে মেহেরপুর জেলা পুলিশ। দুপুরে বড়বাজারে দোকানদার ও ক্রেতাদের মাঝে এ লিফলেট বিতরন করেন পুলিশ সুপার এস এম মুরাদ আলী।
মানিকগঞ্জে স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। দুপুরে সদর উপজেলার হাটিপাড়া, পুটাইল ও নবগ্রাম ইউনিয়নের বিভিন্ন গ্রামের তিন শতাধিক কর্মহীন মানুষের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
পিরোজপুরে জেলা প্রশাসক প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরতদের মাঝে পিপিই বিতরন করেছেন।সকলে পিরোজপু প্রেসক্লাব মিলনায়তনে উপস্থিত হয়ে জেলা প্রশাসক আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন সাংবাদিকদের হাতে এ পিপিই তুলে দেন।
যশোরের মনিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নে কর্মহীন ৫ শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন বঙ্গুবন্ধু ছাত্র আইন পরিষদ।
করোনা প্রভাবে কুষ্টিয়ায় বেকার হোটেল ও পরিবহন কর্মচারী, ক্ষুদ্র ব্যবসায়ী, ভিক্ষুকসহ প্রায় ২শ মানুষের মাঝে কুষ্টিয়া জেলা পুলিশের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। শহরের পাঁচ রাস্তার মোড়সহ ১০টি স্পটে অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এ বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছে পুলিশ।