কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকদের জন্য প্রধানমন্ত্রীর কাছে আর্থিক সহযোগিতার আবেদন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪০:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০
- / ১৬০৬ বার পড়া হয়েছে
করোনা দুর্যোগে আর্থিক সংকটে থাকা কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকদের জন্য প্রধানমন্ত্রীর কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন নেতারা।
বিকেলে রাজধানীর মিরপুর রূপনগর পাইলট হাই স্কুলে এক জরুরি সভায় এ দাবি জানান এসোসিয়েশন নেতারা। সংগঠনের মহাসচিব জিএম জাহাঙ্গীর কবির রানার সভাপতিত্বে সভায় যুগ্ম-মহাসচিব জয়নুল আবেদিন জয়, অর্থ সম্পাদক মো. আবদুস সবুর, নজরুল ইসলাম ও ইসমাইল হোসেন মাস্টার বক্তব্য রাখেন। জাহাঙ্গীর কবির রানা বলেন, করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায়, চরম আর্থিক সংকটে মানবেতর জীনযাপন করছেন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকরা। তারা লাইনে দাঁড়িয়ে ত্রাণও নিতে পারছেন না।