৫ম শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার

- আপডেট সময় : ০২:৩০:০৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
গাইবান্ধা সদর উপজেলার কুপতলা গ্রামে বিস্কুট দেয়ার প্রলোভনে ডেকে নিয়ে ৫ম শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষনের অভিযোগে আব্দুস সাত্তার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
ধর্ষিতার পিতা ও তার স্বজনরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় বিস্কুট দেয়ার কথা বলে মেয়েটিকে ধর্ষক সাত্তার তার বাড়িতে ডেকে নিয়ে যায় এবং মুখে কাপড় গুজে ধর্ষন করে। ধর্ষিতার চিৎকারে লোকজন এগিয়ে এসে ধর্ষক সাত্তারকে ধরে ফেলে। পরে গণধোলাই দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেয়। ধর্ষিতাকে গাইবান্ধা আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এদিকে, মৌলভীবাজারে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা রোডের রবি ম্যানশনের সামনে থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবাসহ দু’জন আটক হয়। আটককৃতরা দরগা মহল্লা এলাকার ভুট্টো মিয়ার ছেলে শহিদুল ইসলাম সুমন ও একই এলাকার বাসিন্দা মফিজ মিয়ার ছেলে রিজু মিয়া। অপরদিকে মৌলভীবাজারের রাজনগর থেকে ইয়াবাসহ জাহেদ মিয়াকে ২৫৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে রেব-৯।