গোপালগঞ্জ, ঝালকাঠি ও নড়াইলে আলাদা ঘটনায় তিনজন নিহত
 
																
								
							
                                - আপডেট সময় : ০২:১৭:১৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০
- / ১৭২৩ বার পড়া হয়েছে
গোপালগঞ্জ, ঝালকাঠি ও নড়াইলে আলাদা ঘটনায় তিনজন নিহত হয়েছে।
কোটালীপাড়ায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে শামসুল হক মোল্লা নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। কেটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ লুৎফর রহমান জানান, জমি-জমা নিয়ে হরিণাহাটি গ্রামের শামসুল হক মোল্লার সাথে হাসান আলী সিকদারের বিরোধ চলছিলো। এর জের ধরে হাসান আলী সিকদারের ছেলে সালাম সিকদার ও তার পরিবারের লোকজন শামসুল হক মোল্লাকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে আহত শামসু মোল্লাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এ ঘটনায় সালাম সিকদারের স্ত্রী পুতুল বেগমকে আটক করেছে পুলিশ।
ঝালকাঠির কাঠালিয়ায় পারিবারিক কলহের জেরে মেয়ের ছুড়ে মারা পিড়ির আঘাতে বাবা খিতিশ চন্দ্র শীলের মৃত্যু হয়েছে । পুলিশ ও স্থানীয়রা জনান, সেলুনে কাজ করা নিয়ে বাবা খিতিশ চন্দ্র শীলের সঙ্গে ছেলে মিলন চন্দ্র শীলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কলেজ পড়ুয়া মেয়ে শুকলা রানী পুতুলও বাবার ওপর ক্ষিপ্ত হয়ে বসার পিড়ি ছুড়ে মারে।এতে বাবা খিতিশ চন্দ্র শীল মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। পরে রাতে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের সায়মানারচর গ্রামে রহিমা বেগম নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা।
নিহতের পরিবারের দাবি, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে স্বামী আকবর মোল্যাকে বেঁধে রেখে তার সামনেই স্ত্রী রহিমাকে হত্যা করে প্রতিপক্ষরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।

 
																			 
																		























