করোনা উপসর্গ নিয়ে গত রাতে সিরাজগঞ্জে এক পোশাক শ্রমিকের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৩:৪১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
করোনা উপসর্গ নিয়ে গত রাতে সিরাজগঞ্জে আনোয়ার হোসেন নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জাহিদুল ইসলাম হীরা জানান, ক’দিন আগে নারায়ণগঞ্জ থেকে ওই পোশাক শ্রমিক অসুস্থ অবস্থায় নিজ বাড়ীতে আসেন। করোনা উপসর্গের পাশাপাশি তার জন্ডিস ও কিডনির সমস্যাও ছিল। সোমবার তিনি সিরাজগঞ্জের একটি বেসরকারী হাসপাতালে গেলে ডাক্তার নিত্যরঞ্জন পাল তার নিউমোনিয়া ও করোনার উপসর্গ দেখে সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে বিষয়টি জানান এবং তাকে বাগবাটির সরকারী ৩১ শয্যার কোভিড হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। কিন্তু আনোয়ার হাসপাতালে না গিয়ে বাড়ীতে চলে যান এবং মঙ্গলবার রাতে নিজ বাড়িতেই মারা যান।























