টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা নিহত হয়েছে। নিহতরা মাদক ব্যবসায়ী এবং বিপুল পরিমান ইয়াবা ও অস্ত্র উদ্ধারের দাবি করেছে পুলিশ।
ভোরে উপজেলার হোয়াইক্যং উলুবনিয়া সীমান্তে এ ঘটনা ঘটে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাস জানান, মিয়ানমার থেকে মাদকের একটি চালান আসার খবর পেয়ে অভিযানে গেলে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা করলে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়। নিহতরা হলেন, উখিয়ার থাইংখালী ৭নম্বর রোহিঙ্গা ক্যাম্পের নুরুল ইসলামের ছেলে নুর মোহম্মদ ও সৈয়দ কবিরের ছেলে মোঃ রফিক।























