তুচ্ছ ঘটনায় গোপালগঞ্জ ও শরীয়তপুরে দু’জনকে পিটিয়ে হত্যা
 
																
								
							
                                - আপডেট সময় : ০৩:১৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
তুচ্ছ ঘটনায় গোপালগঞ্জ ও শরীয়তপুরে দু’জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
গোপালগঞ্জের কোটালিপাড়ায় বৃহস্পতিবার বিকেলে নিউটন বাড়ৈ পুকুর খনন করার জন্য ভেকু মেশিন নিয়ে বৈকুন্ঠপুর বিলে যাচ্ছিলেন। এ সময় কমলেশ বাগচীর জমির কিছু পাকা ধান নষ্ট হলে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কমলেশ বাগচী ও তার দু’ভাই বিপুল বাগচী এবং বিনয় বাগচী মিলে নিউটন বাড়ৈকে বেধড়ক পিটিয়ে ফেলে রেখে চলে যায়। গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে নিউটন বাড়ৈ মারা যান।
এদিকে, গেল বৃহস্পতিবার রাতে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার পৌর এলাকার বিনোটিয়া গ্রামে কাউন্সিলরের সমর্থক বিল্লাল বেপারীকে ত্রাণের কার্ড পাওয়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে কাদের বেপারী ও তার লোকজন। এ নিয়ে গোসাইরহাট থানায় মামলা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো প্রেরণ হয়েছে।

 
																			 
																		























