সাভারে সন্ত্রাসীদের হামলার শিকার ভ্রাম্যমান আদালতের সদস্যরা
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ১১:২৯:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০
- / ১৯২৫ বার পড়া হয়েছে
সাভারের আশুলিয়ায় হাট-বাজার পরিদর্শনে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদসহ ভ্রাম্যমান আদালতের সদস্যরা।
গেলো রাতে আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী (নাজির) মোঃ ইকবাল হোসেন বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামী করে সংশ্লিস্ট থানায় মামলা (নং-২/২৯৬) দায়ের করেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, বুধবার নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি এবং বাদী ইকবাল হোসেনসহ ভ্রাম্যমান আদালতের একটি দল আশুলিয়া বাজার পরিদর্শনে গেলে সন্ত্রাসী রুহুল মাদবর, আবু তালেব, আল-আমিন মাদবর এবং বিপ্লব সাহাসহ বেশ কিছু লোক তাদের উপর অতর্কিতে হামলা চালায়।

 
																			 
																		























