দেশে একদিনে সর্বোচ্চ ৭৮৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত

- আপডেট সময় : ০৬:০৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
এবার একদিনে সর্বোচ্চ ৭৮৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০ হাজার ৯২৯ জন। যদিও এদিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৮৩। দুপুরে স্বাস্থ্য অধিদফতরের অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি জানান, গেল ২৪ ঘন্টায় ১৯৩ জনসহ মোট সুস্থ্য হয়েছেন ১ হাজার ৪০৩। স্বাস্থ্যবিধি না মানলে করোনা সংক্রমণের হার বাড়বে বলেও হুঁশিয়ারি দেন নাসিমা সুলতানা।
করোনা ভাইরাস চিকিৎসার সবশেষ অগ্রগতি তুলে ধরতে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিং। এসময় গেল ২৪ ঘন্টায় সর্বোচ্চ সংখ্যক নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে বলে জানান অতিরিক্ত মহাপরিচালক।
স্বাস্থ্যবিধি না মানলে সংক্রমণের হার বাড়বে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
বৈশ্বিক পরিস্থিতি তুলে ধরে নিজেদের অবস্থান জানান এই স্বাস্থ্য বিশেষজ্ঞ।
আইসোলেশনে নেয়া হয়েছে ১ হাজার ৬৯৪ জনকে বলেও জানান অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।