গাইবান্ধায় পুলিশের তল্লাশিতে ৩টি বাস পিক-আপসহ ৭টি মাইক্রোবাস আটক
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ১২:১৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
গাইবান্ধায় পুলিশের তল্লাশিতে ৩টি বাস পিক-আপসহ ৭টি মাইক্রোবাস আটক করেছে থানা পুলিশ। রাতে সদর উপজেলার তুলসিঘাট এলাকা থেকে গাড়ীগুলো আটক করা হয়।
গত ক’দিন ধরে বিভিন্ন কোম্পানির ভূয়া মনোগ্রাম ব্যবহার করে রাতের বেলা এসব গাড়ী অতিরিক্ত ভাড়ায় গার্মেন্টস শ্রমিকদের নিয়ে ঢাকায় যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রাতে অভিযান চালিয়ে কয়েকটি গাড়ী আটক করে। এসময় গাড়ীতে থাকা যাত্রীদের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। তবে গাড়ীগুলো থানায় নিয়ে আটকে রাখা হয়েছে বলে জানান ওসি।

 
																			 
																		






















