সাভারে আবু বকর সিদ্দিক নামে এক বৃদ্ধ করোনা উপসর্গে মারা গেছেন

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০
- / ১৫৭১ বার পড়া হয়েছে
সাভারে আবু বকর সিদ্দিক নামে এক বৃদ্ধ করোনা উপসর্গে মারা গেছেন। তিনি ক’দিন ধরে জ্বর, সর্দি, কাশিতে ভুগছিলেন।
সোমবার সাভার পৌর এলাকার মজিদপুর মহল্লায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়। স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে ওই বৃদ্ধ জ্বর,সর্দি, কাশিতে ভুগছিলেন। পরে হঠাৎ করেই সোমবার দুপুরে অবস্থার অবনতি হলে হাসপাতালে নেবার আগেই তার মৃত্যু হয়। স্হানীয় স্বাস্থ্য বিভাগকে না জানিয়েই তার লাশ ইমান্দিপুর কবরস্থানে দাফন করা হয়েছে। সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.সায়মুল হুদা জানান, এমন কোন ব্যক্তি করোনা উপসর্গে মারা গেছে কিনা তা তাদের জানানো হয়নি।