নিলামে তোলা তাসকিন আহমেদের বল ও সৌম্য সরকারের ব্যাট একসাথে বিক্রি
- আপডেট সময় : ০৮:৪৯:০০ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০
- / ১৬৩২ বার পড়া হয়েছে
করোনাভাইরাস মোকাবেলায় নিলামে তোলা তাসকিন আহমেদের বল ও সৌম্য সরকারের ব্যাট একসাথে বিক্রি হয়েছে সাড়ে ৮ লাখ টাকায়। তাসকিনের বল বিক্রি হয়েছে চার লাখে, আর সাড়ে চার লাখ টাকায় বিক্রি হয়েছে সৌম্যের ব্যাট।
করোনায় অসহায়দের পাশে দাঁড়াতে খেলোয়াড়ি জীবনের শ্রেষ্ঠ অর্জনগুলোকেই নিলামে তুলেছিলেন তাসকিন আহমেদ ও সৌম্য সরকার। মূল্যবান হ্যাট্রিকের বলটি নিলামে তুলেছিলেন তাসকিন। আর প্রথম টেস্ট সেঞ্চুরি পাওয়া ব্যাট নিলামে তুলেছিলেন সৌম্য। নিলামের আয়োজকরা জানান, ব্যাট ও বল দুটিই কিনে নিয়েছে দেশের শীর্ষস্থানীয় একটি ব্যাংক। সকল আনুষ্ঠানিকতা শেষে জানানো হবে ব্যাংকের নাম। নিলাম থেকে পাওয়া এই অর্থের পুরোটাই করোনাভাইরাস দুর্গতদের সাহায্যে ব্যয় করা হবে। ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে হ্যাটট্রিক করেন তাসকিন। আর, ২০১৯ সালে নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট সেঞ্চুরি পেয়েছিলেন সৌম্য সরকার। ৯৪ বলে সেঞ্চুরি তুলে বাংলাদেশের হয়ে দ্রুততম টেস্ট সেঞ্চুরির রেকর্ড ছুঁয়েছিলেন সৌম্য। করেছিলেন ১৪৯ রান।





















