রাজশাহীতে করোনার নমুনা সংগ্রহ করছে অদক্ষ স্বাস্থ্যকর্মীরা

- আপডেট সময় : ০১:৪৬:২৫ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০
- / ১৫৫০ বার পড়া হয়েছে
রাজশাহীতে করোনার নমুনা সংগ্রহ করছেন টিকাদান ও জন্মনিয়ন্ত্রণে কাজ করা কর্মীরা। অদক্ষ স্বাস্থ্যকর্মীদের দিয়ে এই গুরুত্বপূর্ণ কাজটি করায় পরীক্ষার পরও বহু নমুনাতেই সঠিক ফল মিলছে না। এতে বিব্রত করোনা ল্যাবের চিকিৎসকরা। সঠিক নিয়মে নমুনা সংগ্রহ না করা গেলে সংক্রমণের ঝুঁকি বাড়বে বলে গভীর উদ্বেগ জানিয়েছেন তারা।
বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা নমুনা পরীক্ষা হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজে করোনা ল্যাবে। কিন্তু পরীক্ষার কাজে জড়িত চিকিৎসকরা বলছেন, তাড়াহুড়ো করে অদক্ষ স্বাস্থ্যকর্মীদের নমুনা সংগ্রহে মাঠে নামানো হয়েছে। তাদের নামেমাত্র অনলাইনে প্রশিক্ষণ দেয়া হয়েছে। বাস্তবে তারা অনেক ক্ষেত্রেই আনাড়ির মতো কাজ করছেন।
ল্যাবে পরীক্ষার কাজে জড়িত এই চিকিৎসক জানান, করোনা শনাক্তে মুখগহ্বর ও নাকের ভেতর থেকে নমুনা নেয়ার কথা। কিন্তু অনেকক্ষেত্রেই তা হচ্ছে না। এদিকে, গেল একমাসে রাজশাহী জেলার বিভিন্ন উপজেলায় ১৫জনেরও বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। তবে সিটি কর্পোরেশন ও রাজশাহী মেডিকেল কলেজের যৌথভাবে নমুনা সংগ্রহের উদ্যোগ নেয়া হয়েছে। রোববার পর্যন্ত রাজশাহী বিভাগের আট জেলায় ১০৮ জন করোনা রোগীর শনাক্ত হয়েছে। এর মধ্যে জয়পুরহাটে সবচেয়ে বেশি ৩২জন।