করোনায় মৃত এসআই সুলতানুল চির নিদ্রায় শায়িত হলেন পারিবারিক কবরস্থানে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪২:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
করোনায় মারা যাওয়া এসআই সুলতানুল আরেফীনকে জামালপুরের মেষ্টা ইউনিয়নের হাজিপুর ফকিরপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
শনিবার সন্ধায় জেলা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনারের পর আইইডিসিআরের নিয়ম অনুযায়ী পারিবারিক কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়।এসআই সুলতানুল আরেফিন ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট-পিওএম পশ্চিম বিভাগে কর্মরত ছিলেন। ৩০ এপ্রিল তাঁর শরীরে করোনা শনাক্ত হওয়ার পর তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউ এ স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।