নোয়াখালীর চাটখিলে পুলিশের সাথে কথিত ক্রসফায়ারে এক মাদক ব্যবসায়ী নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৫:৫০ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০
- / ১৫৬০ বার পড়া হয়েছে
নোয়াখালীর চাটখিলে পুলিশের সাথে কথিত ক্রসফায়ারে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।
পুলিশ জানায়, রাত ১টার দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নের ব্র্যাক অফিসের সামনে মাদক বিক্রির সময় এ গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ২টি দেশীয় অস্ত্র, ১৫ রাউন্ড গুলি ও ৪০০ পিস ইয়াবা উদ্ধারের দাবি করেছে পুলিশ। চাটখিল থানার ওসি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রির প্রস্ততিকালে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে মাদক ব্যবসায়ীরা গুলি ছোঁড়ে। পুলিশ পাল্টা গুলি চালালে মাদক ব্যবসায়ী ফিরোজ গুলিবিদ্ধ হয়ে আহত হলে তাকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।