৬৫ হাজার পিস ইয়াবা ও ২ লক্ষ ৩০ হাজার টাকাসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেফতার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৮:১০ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০
- / ১৭৩৯ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নিশানবাড়িয়া লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে ৬৫ হাজার পিস ইয়াবা ও ২ লক্ষ ৩০ হাজার টাকাসহ ৮ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রেব। এদের মধ্যে একজন নারী।
রেব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার মোহাম্মদ রইসউদ্দিন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুপুরে ধানখালী ইউনিয়নের নিশানবাড়িয়া লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী বাবুল মৃধা, হাসিনা বেগম, ইউসুফ আলী, সালাম মিয়া, নূর আলম, ইউসুফ শাহজাদা ও জামালকে আটক করা হয়। এসময় আটককৃতদের দেয়া তথ্য অনুযায়ী একটি মাছ ধরা ট্রলার জব্দ করে তাতে তল্লাশি চালালে ৬৫ হাজার পিস ইয়াবা, নগদ ২ লক্ষ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। এসময় তাদের ব্যাবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা কক্সবাজার থেকে বিভিন্ন সময় মাছ ধরার ট্রলারে সুকৌশলে ইয়াবা পাচার করে আসছে।