চট্টগ্রামে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সেহরীর যোগান দিচ্ছেন ফারাজ করিম চৌধুরী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০০:৩৮ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০
- / ১৮৯৭ বার পড়া হয়েছে
চট্টগ্রামে করোনা মোকাবিলায় নিয়োজিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রতিদিনের সেহরীর যোগান দিচ্ছেন রাউজানের তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী।
প্রতিদিন ইফতারের পর থেকে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে চলে এই আয়োজন। রান্না করা খাবার প্যাকেট করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, আন্দরকিল্লা জেনারেল হাসপাতাল ও বিআইটিআইডি হাসপাতালসহ বেশ কয়েকটি হাসপাতালে কর্মরত প্রায় দু’হাজার স্বাস্থ্যকর্মীর কাছে প্রতিদিনের সেহরী হিসেবে পাঠাচ্ছেন তিনি। সেচ্ছাসেবী সংগঠন- সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সেচ্ছাসেবকদের সহায়তায় পহেলা রমজান থেকে এই কর্মসুচী চলছে। এতে সার্বিক সহায়তা করছেন রাউজানের এমপি ফজলে করিম চৌধুরী। তিনি জানান, পুরো রমজান জুড়েই এই কর্মসুচী চলবে। যা উৎসর্গ করা হয়েছে করোনায় মৃত্যুবরণ করা চিকিৎসক মঈনউদ্দিনের স্মৃতির প্রতি।