দুই খুঁটির উপর ভর করে চলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা: রিজভী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৮:১৭ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
দুই খুঁটির উপর ভর করে চলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা- এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সকালে উত্তরখানে ঢাকা মহানগর যুবদলের উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণের সময় তিনি একথা বলেন। এসময় রিজভী বলেন, জনগণের টাকায় কেনা ত্রাণসামগ্রী বিতরণের ভার ক্ষমতাসীন দলের চেয়ারম্যান-মেম্বার এবং আওয়ামী লীগের নেতাদের দেয়ায় তারা এখন তা আত্মসাৎ করছে। প্রতিদিন সারাদেশে চুরি করা ত্রাণের চাল ডাল তেল ধরা পড়ছে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে। দেশ যখন মহামারীর বিপর্যয়ে পড়ে, তখন আওয়ামী লীগ আলাদিনের চেরাগ পেয়ে যায় বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী।