বাধ্য হয়েই জীবিকার সন্ধানে পথে নামতে হচ্ছে

- আপডেট সময় : ০৮:০৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০
- / ১৫৫২ বার পড়া হয়েছে
সরকার ঘোষিত লকডাউনে বেঁচে থাকাই দায় হয়ে দাঁড়িয়েছে নিন্ম আয়ের মানুষের। হত দরিদ্র মানুষগুলোর অভিযোগ, টানা একমাসের বেশী সময় কর্মহীন থাকায় ঘরে জমানো শেষ সম্বলটুকুও আর অবশিষ্ট নেই। সরকারি এবং বেসরকারি সাহায্য না পাওয়ায়, অনেকটা বাধ্য হয়েই জীবিকার সন্ধানে পথে নামতে হচ্ছে।
চোখে একরাশ হতাশা আর বোবা কান্না নিয়ে এভাবেই অনিশ্চিত আগামীর দিকে তাকিয়ে ৮০ বছরে বৃদ্ধ ইউসুফ আলী। ঝাঁলমুড়ি বিক্রেতা বয়স্ক মানুষটি জানান কষ্টের কথা।
একটানা লকডাউনের কারণে ইউসুফের মতো হতাশ আরো একজন, নাম তার ইব্রাহীম। ৪ জনের পরিবার নিয় অসহায় এই রাজমিস্ত্রী।
বিশ্বব্যাংকের হিসেবে নতুন করে দুই কোটি মানুষ হতদরিদ্র ও দারিদ্র্যসীমার নিচে নেমে আসবে। চলমান বাস্তবতায় দেশজুড়ে দুর্বিষহ সময় পাড় করছে নিন্ম আয়ের অসহায় মানুষ।
ক্ষুধার্ত এই মানুষগুলোর কাছে, করোনা নয়, দু’বেলা দু’মুঠো খাবারই মুখ্য বিষয়।
প্রাণহীন চোখে নিষ্প্রাণ সড়কের দিকে ত্রাণের আশায় তাকিয়ে থাকা মানুষের চোখে মুখে শুধু হতাশার ছাপ।