শ্রমিক সংকটে ঝিনাইদহে বাগানেই নষ্ট হচ্ছে থাই পেয়ারা
- আপডেট সময় : ০৫:০৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০
- / ১৬৭২ বার পড়া হয়েছে
করোনায় শ্রমিক সংকটে ঝিনাইদহের বাগানেই নষ্ট হচ্ছে দ্রুত পচনশীল থাই পেয়ারা। আর অঘোষিত লকডাউনে স্থানীয় বাজারে সরবরাহ করতেও হিমশিম খাচ্ছে চাষীরা। অথচ সারাদেশে ঝিনাইদহের থাই পেয়ারার চাহিদা রয়েছে ব্যাপক।
ঝিনাইদহ সদর, হরিণাকুন্ডু, কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুরে কয়েক বছর ধরে বাণিজ্যিকভাবে থাই পেয়ারা চাষ করে লাভবান হয়েছেন কয়েক’শ বাগান মালিক। প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় করোনা সঙ্কটে ব্যাপকভাবে বেড়েছে এ পেয়ারার চাহিদা। তবে অঘোষিত লকডাউনে পরিবহন সংকটের কারণে ঢাকা, রাজশাহী, খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো যাচ্ছে না পেয়ারা। এতে গাছেই পচে নষ্ট হচ্ছে। অল্প পরিমান বিক্রি হলেও তার দাম একেবারেই কম। এতে লোকসানের মুখে পড়েছেন বাগানমালিকরা।
তবে পেয়ারা বাজারজাতকরণে সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ।
কৃষি বিভাগের হিসেবে এ বছর জেলার ৬ উপজেলায় ১ হাজার ৮ হেক্টর জমিতে পেয়ারা আবাদ হয়েছে। যার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৭ হাজার ৯শ’ ৬৫ মেট্টিক টন।

























